ঢাকা, শনিবার ১৩, ডিসেম্বর ২০২৫ ২০:৫৩:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাদির সর্বোত্তম চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টার নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা বিশ্বে প্রতি ২০ নারীর মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত ভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

টুইটারে লগইন ছাড়া টুইট দেখা যাবে না 

প্রযুক্তি ডেস্ক    | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ২ জুলাই ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দিনে দিনে নিয়ম কানুন কঠিন হচ্ছে টুইটারের। নতুন একটি নিয়ম চলু হতে যাচ্ছে এই প্ল্যাটফর্মে। তা হলো, লগইন না করে কোনও টুইট দেখা যাবে না এই প্ল্যাটফর্মে। এ পর্যন্ত এটি চালু না হলেও খুব শিগগিরই এটি চালু হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনগেজেট।
তবে এটি আসলেই কোনও অভ্যন্তরীণ সিদ্ধান্ত, নাকি যান্ত্রিক ত্রুটি— সে সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে, গত এপ্রিল থেকে লগ আউট হওয়া অ্যাকাউন্ট থেকে ব্যবহারকারীরা সার্চ ফাংশন ব্যবহার করতে পারছেন না। এর এপিআইতে ঠিক কী ধরনের পরিবর্তন হয়েছে বা আনা হয়েছে, তা এখনও নিশ্চিত নয়।

এনগেজেট জানায়, এখন কোনও ব্যবহারকারী যদি এমন কাউকে টুইটারের কোনও বার্তা পাঠাতে চান যিনি এই প্ল্যাটফর্মের ব্যবহারকারী নন, তাকে এখন স্ক্রিন শট পাঠানো ছাড়া  কোনও উপায় নেই। কেননা, লিংক পাঠালে অপরজন সেটি দেখতে পারবেন না।  এদিকে গবেষকরা জানান, ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর থেকে প্রাপ্ত বয়স্করা এটি তুলনামূলক কম সময় ব্যবহার করছে। অনেকেই মনে করছেন, ব্যবহারকারী বাড়াতে নতুন করে এমন সিদ্ধান্ত নিয়েছে টুইটার।